জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াজাত খাতের কোম্পানিগুলো এ সুবিধা পাবে। ফলে চামড়াজাত শিল্পের পন্য উৎপাদন খরচ কমবে ১০ শতাংশ। এর আগে এই শিল্পের জন্য আমদানি করা বিভিন্ন উপাদান আমদানিতে ২৫ শতাংশ শুল্ক গুনতে হতো। যা এখন কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও আমদানি করা বিভিন্ন রঙের বোনা বা ক্রোকেটেড ফেব্রিকসের উপর থেকে এ শুল্ক হার কমানো হয়েছে।
এদিকে পুজিবাজারে তালিকাভুক্ত চামড়াজাত খাতের কোম্পানিগুলো হলো: এপেক্স ফুটওয়্যার, বাটা সু, ফরচুন সুজ এবং লিগ্যাসি ফুটওয়্যার।