মাইক রায়ান বলেন, করোনার উৎস বিষয়ে কাউকে জোর করার ক্ষমতা ডব্লিউএইচও’র নেই। তবে এই মহামারি বিশ্বব্যাপী মারাত্মক আকারে কীভাবে ছড়িয়ে পড়ছে সে বিষয়ে গবেষণার জন্য পদক্ষেপ নেবে ডব্লিউএইচও। সেজন্য সব সদস্য রাষ্ট্রের কাছ থেকে আমরা পূর্ণ সহায়তা ও সমর্থন আশা করছি।
করোনা বাদুড় থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে নাকি উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে তা নিয়ে দ্বিধান্বিত বিশ্বের গবেষকরা।
করোনা শুরু থেকেই উহানের ল্যাব থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি চীন অস্বীকার করে আসছে। এ বছর ডব্লিউএইচওর একটি দল করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে গিয়েছিল। তবে সেখানে সব ধরনের তথ্য পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন তারা।