মঙ্গলবার (৮ জুন) ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তি অ্যাকাউন্টের গ্রাহকরা ছয় মাসে গড়ে এক লক্ষ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স রাখলে তাদের আর অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি দিতে হবেনা। ষান্মাসিক এই গড় ব্যালেন্সের জন্য গ্রাহকরা বিনামূল্যে একটি ডেবিট কার্ডও নিতে পারবেন। এছাড়া মাত্র ৫ হাজার টাকা ওপেনিং ব্যালেন্স রেখে 'মুক্তি অ্যাকাউন্ট' খুলতে পারবেন ঢাকার বাইরের গ্রাহকরা।
'মুক্তি অ্যাকাউন্ট'-এর গ্রাহকদের টাকা পাঠানোর ক্ষেত্রে কোন ইন্টারসিটি চার্জ দিতে হবেনা। আর সকল গ্রাহকই ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ 'আস্থা' ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।