মঙ্গলবার (৮ জুন) বিকেলে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে। সার্বিক প্রস্তুতি শেষে বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে এই বিধি-নিষেধ কার্যকর করা হবে। এ দুই পৌরসভায় দু’টি করে ওয়ার্ডে আগে কঠোর বিধিনিষেধ কার্যকর ছিল।
জেলার করোনা সংক্রমণের হার ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্যে মঙ্গলবার বিকেলে কালেক্টরেট সভাকক্ষে সভার আয়োজন করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সভায় বলা হয়, প্রতিদিন যশোর পৌর এলাকা ও অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যশোর পৌর এলাকার দু’টি ওয়ার্ডের চলমান বিধি-নিষেধ যশোর পৌর এলাকার সব ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি নওয়াপাড়া পৌরসভার দু’টি ওয়ার্ডের চলমান বিধি-নিষেধও সকল ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সঙ্গে সভায় সবার মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়। গণ সমাবেশ ও অনুষ্ঠান আয়োজন কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, নতুন বিধি-নিষেধের আওতায় মোটরসাইকেলে একজন, রিকশায় একজন এবং অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবেন না।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে প্রথম দফায় গত শনিবার (৫ জুন) যশোর পৌরসভার ৩ ও ৪ এবং নওয়াপাড়া পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত হয়। মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী এ কঠোর বিধি-নিষেধ বুধবার মধ্যরাত থেকে দু’টি পৌরসভার গোটা এলাকায় সম্প্রসারণের সিদ্ধান্ত হয়।