যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না পাকিস্তান

যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না পাকিস্তান
আফগানিস্তানের সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না দেশটি।

দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তারাও বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দুই দেশের মাধ্যমে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়।

এ সম্পর্কে জানেন এমন কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা মঙ্গলবার (৮ জুন) ভয়েস অব আমেরিকাকে কিছু তথ্য দেন। জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা তাদের বলেছি, আমরা কোনো ধরনের সন্ত্রাসবাদ চাই না তবে কোন ঘাঁটি দেওয়া সম্ভব নয়। তারাও ঘাঁটি প্রসঙ্গ উত্থাপন আর করছে না।’

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হবে। মধ্য এপ্রিলে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন থেকে সামরিক স্থাপনা তৈরি নিয়ে তার জাতীয় নিরাপত্তা টিম আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে আসছিল।- ভয়েস অব আমেরিকা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না