বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এসময় গ্রেফতারকৃতদের এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাব জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা স্বল্প খরচে চিকিৎসা নেন। কিন্ত কতিপয় দালাল চক্রের সদস্য হাসপাতালে আসা রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিম্নমানের হাসপাতালে নিয়ে যায়, যেখানে রোগীরা ভালো কোনো চিকিত্সা পায় না বরং বিপুল পরিমাণ অর্থ খরচ করতে বাধ্য হন। এছাড়াও দালাল চক্রটি বিভিন্ন পরিক্ষা নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে এবং ক্ষেত্র বিশেষ নিম্নমানের প্যাথলোজি সেন্টারগুলোতে পাঠায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই দালালরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা নিরীহ রোগীদের সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও খ্যাতনামা অধ্যাপকদের দিয়ে দ্রুত অস্ত্রোপচারের সুব্যবস্থা করে দেয়ার কথা বলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। গ্রেফতারের পর তারা বিষয়টি স্বীকার করেছে।