ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এই লোন পাঁচ বছরের জন্যে দেওয়া হবে। এমনিতে পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার হয় অনেকটাই বেশি। কিন্তু এই স্কিমে সুদের হার রাখা হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। করোনা আক্রান্ত হয়েছেন এমন গ্রাহকরা এই লোন নিতে পারেন। সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে। আরও একটি সুবিধা আছে এই লোন নিতে গ্রাহকদের কোনও জিনিস ব্যাংকের কাছে গচ্ছিত রাখার প্রয়োজন নেই।
শুধু গ্রাহকরা নয়, গ্রাহকের পরিবারের কোনও সদস্যও যদি করোনা আক্রান্ত হন, সেক্ষেত্রেও গ্রাহক এই কাভাচ পার্সোনাল লোনের সুবিধা নিতে পারেন। কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে কিছুটা আর্থিক সহায়তা পায়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক।
এই স্কিমটি চালু করার সময় এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা বলেছিলেন, এই লোন পার্সোনাল লোন বিভাগের অধীনে দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্রাহকদের কোনও জিনিস ব্যাংকের কাছে গচ্ছিত রাখার প্রয়োজন নেই।
কয়েকদিন আগেই দেশের বৃহত্তম ব্যাংকটি গৃহাস্থলীর নানা জিনিস কেনাকাটায় ক্যাশব্যাক অফার নিয়ে হাজির হয়েছিল। ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে বলে জানানো হয়েছিল। এবং এই অফার থাকছে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত। কমপক্ষে ২০ হাজার টাকার কেনাকাটা করলেই এই অফারটি পাবেন।