বুধবার (১৬ জুন) থেকে সিআইবি ব্যবহারের নতুন বিধিবিধান কার্যকর হয়েছে।
বর্তমানে সিআইবিতে সব ধরনের ঋণ একসঙ্গে রয়েছে। নতুন ব্যবস্থায় সিআইবি অনলাইন সিস্টেমের ইনকোয়ারি মডিউলে সব ঋণ ও চলমান ঋণকে আলাদা অপশনে রাখা হয়েছে। চলমান ঋণের মধ্যে পরিশোধিত ঋণের গত ছয় বছরের তথ্য সংযোজন করা হয়েছে। আবেদন করা ঋণের গত দুই বছরের তথ্য সংযোজন করা হয়েছে। শুধু চলমান ঋণ অপশন থেকে ডাউনলোড করা সিআইবি রিপোর্টে শুধু চলমান ঋণ ও আবেদন করা ঋণের তথ্য থাকবে।
ঋণখেলাপিদের শনাক্ত করতে নিয়মিত ঋণ ও খেলাপি ঋণকে আলাদাভাবে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। সিআইবির নিরাপত্তা বাড়াতে পাসওয়ার্ড করা হয়েছে ১১ ডিজিটের। তিন দফা ভুল পাসওয়ার্ড দিলে তা ব্লক হয়ে যাবে। সিআইবি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনলাইন সিস্টেমসের নিরাপত্তা বাড়াতে হবে।
সিআইবি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ একটি বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণবিষয়ক সব ধরনের তথ্য এখানে সংরক্ষিত থাকে। ঋণ গ্রহণে আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আগে ঋণ নিয়েছেন কি না, নিয়ে থাকলে তা শোধ করেছেন কি না বা কী অবস্থায় আছে, এসব তথ্য জানা যায় এর মাধ্যমে। পাশাপাশি ঋণের জামানতের তথ্যও এতে সংযোজন করা হয়েছে। ঋণখেলাপিদের তথ্যও পাওয়া যায় এখান থেকে।