সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৬ দশমিক ৩৯ শতাংশ, এস আলমের ৬ দশমিক ০৪ শতাংশ, লুব-রেফের ৫ দশমিক ৭৬ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৫ দশমিক ৩০ শতাংশ, মীর আখতারের ৫ দশমিক ২০ শতাংশ, জেনেক্সের ৪ দশমিক ৭০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে।