হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন টাঙ্গাইলের হাসমত আলী (৪০), জামালপুরের আব্দুল হাই (৭৭), হৃদয় মিয়া (২২), আজিজুল (৭৫), রফিকুল ইসলাম (৪৫) ও মুক্তাগাছার বাসিন্দা খোদেজা বেগম (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসমত আলী ও আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর অন্য চারজন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।
বর্তমানে করোনা ইউনিটটিতে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৮ জন আইসিইউতে চিকিৎসাধীন আছে বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়।