টেস্ট চ্যাম্পিয়নশিপেই ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

টেস্ট চ্যাম্পিয়নশিপেই ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টস হেরে ব্যাট করছে ভারত।

কিউই বোলারদের বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই সামলাচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়েই অর্ধশত রান পার করেছে ভারত। এই টেস্টে দুর্দান্ত এক মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি। নেতৃত্ব দিতে নেমে ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট খেলছেন ৬১তম টেস্ট।

তাই ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি আজ থেকে বিরাট কোহলির দখলে। ভারতকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে এই রেকর্ড স্পর্শ করেছিলেন কোহলি। কোহলির ক্যারিয়ারে এটি ৯২তম টেস্ট ম্যাচ। তিনি ধোনির নেতৃত্বে খেলেছেন ৩০টি টেস্টে, বীরেন্দ্র শেহবাগের নেতৃত্বে একটিতে।

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্বে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১০৯টি টেস্ট তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন। তারপরের স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, যিনি ৯৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তারপর নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৮০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৭৭)। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যর ক্লাইভ লয়েড অধিনায়ক হিসেবে খেলেছেন ৭৪টি টেস্ট।

ব্যাট হাতে অধিনায়ক কোহলি ৬০টি টেস্টে ৫৩৯২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ২৫৪। ২০টি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। ক্যারিয়ারের বাকি ৩১টি টেস্টে কোহলির রান ২০৯৮। সর্বাধিক ১৬৯।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের