শনিবার (১৯ জুন) এফবিসিসিআই আইকনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতকালে এফবিসিসিআই’র নবনির্বাচিত উর্দ্ধতন সহ-সভাপতি ও বিসিআই এর সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।
বিসিআই’র অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিসেস প্রীতি চক্রবর্তী, উর্দ্ধতন সহ-সভাপতি, শহিদুল ইসলাম নিরু, সহ-সভাপতি, রঞ্জন চৌধূরী, দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্যাহ, জিয়া হায়দার মিঠু, যশোদা জীবন দেবনাথ, শাহিদ আলম, শাহ আলম লিটু, চৈতন্য কুমার দে (চয়ন), মো: খায়ের মিয়া, কে. এম. রিফাতউজ্জামান, মো: ইসহাকুল হোসেন সুইট, পরিচালক বর্গ বিসিআই এবং বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিসেস শরিফা খান উপস্থিত ছিলেন।
বিসিআই সভাপতি সভার শুরুতে মো. জসিম উদ্দিন’কে ২০২১-২০২৩ মেয়াদে এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালনাপর্ষদ ও সদস্যবর্গের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এফবিসিসিআই’র অভীষ্ট লক্ষ্য অর্জনে বিসিআই’র সম্ভাব্য সর্বপ্রকার সহযোগিতা সম্প্রসারনের পূর্ণ আশ্বাস ব্যাক্ত করেন।
বিসিআই সভাপতি বলেন, সমগ্র বাংলাদেশ ব্যাপি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন এবং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এই খাতের উন্নয়নে এফবিসিসিআই’র সহযোগিতা সম্প্রসারনের আহবান জানান। এসময়ে এফবিসিসিআই সভাপতি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়নে বিসিআইকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।