এদিকে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে অবরুদ্ধ মানুষ ঘরবন্দি হয়েও খুঁজছেন নানা টোটকা, যেগুলোর সত্যতা যাচাই না করেই ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে- ফেইসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপে।
নিয়মিত চা পানে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে ‘মুক্তি মিলবে’ বলে একটি বার্তা এরই মধ্যে অনেকের কাছে পৌঁছে গেছে এভাবেই; অনেকে তা বিশ্বাস করে তিন বেলা চা পান করাও শুরু করে দিয়েছেন।
কিন্তু কোভিড-১৯ থেকে মুক্তি পাবার এই টোটকাটিকে স্রেফ গুজব হিসেবেই তুলে ধরে বিবিসি বলছে, সিএনএনের বরাত দিয়ে যে বার্তাটি ছড়িয়ে পড়েছে তার কোনো ভিত্তি নেই। সিএনএন এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
কল্পিত ওই প্রতিবেদনে চীনা চিকিৎসক লি ওয়েনল্যাংকে উদ্ধৃত করে বলা হয়েছে, রোগীদের পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিথাইলজ্যান্থিন, থিওব্রোমাইন, থিওফাইলিন শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তা করোনাভাইরাসের ঝুঁকিয়ে কমিয়ে আনতে সক্ষম। আর এই তিনটি উপাদানই মিলবে চা পানে।
হোয়াটসঅ্যাপে প্রচারিত ওই বার্তাটিতে এও দাবি করা হয়, উহানের করোনাভাইরাস মোকাবেলা করার মূলমন্ত্রও এই চা। সেখানে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও ওই সময় চা পান করেছিল নিয়মিত।
গুগল ট্রেন্ডে গত ১৯ মার্চ থেকে এই চা টোটকা নিয়ে খোঁজ বেড়ে গেছে বলে জানাচ্ছে ভারতের রিপাবলিকওয়ার্ল্ড ডটকম বৃহস্পতিবারের এক প্রতিবেদন।
তারা বলছে, গত ২৪ মার্চ গুগলে এই খোঁজ ছিল তুঙ্গে। চায়ের পাশাপাশি লি ওয়েনল্যাং নিয়েও অনেককে আগ্রহী দেখা গেছে।
ডা. লি ছিলেন উহান কেন্দ্রীয় হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ। নতুন করোনাভাইরাসের আশঙ্কার দিক তুলে ধরে তিনি চীনকে সতর্কবার্তা দিয়েছিলেন। সেই ভাইরাসে তিনি নিজেও আক্রান্ত হয়ে মারা যান।
কিন্তু লি ওয়েনল্যাং এসব নিয়ে গবেষণা করছিলেন এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিবিসি।
তারা বলছে, চা, কফি ও চকলেটে মিথাইলজ্যান্থিন পাওয়ার তথ্যটি সঠিক হলেও তা দিয়ে করোনাভাইরাস প্রতিরোধ বা সহজে সেরে ওঠার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও মিলেনি।