সূত্র মতে, কোম্পানিটি ১ হাজার ৮৯ বারে ৪৪ লাখ ৭৯ হাজার ২৭৪টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৯.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মালেক স্পিনিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এএফসি অ্যাগ্রো, গ্লোবাল হেভি কেমিক্যাল ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।