সোমবার (২১ জুন) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে। সভায় ডিবিএর পক্ষ থেকে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়। বৈঠকে উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ ও মতবিনিময় হয়।
ডিবিএ প্রেসিডেন্ট তার বক্তব্যে দেশের শিল্প অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে তার এবং তার সংগঠনের সার্বিক সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন, পুঁজিবাজারের পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধনে ডিবিএ অতীতের ন্যয় ভবিষ্যতেও এফবিসিসিআইর সাথে একযোগে কাজ করে যাবে।
এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন ডিবিএর প্রেসিডেন্টসহ সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পুঁজিবাজারের যে কোন প্রয়োজনে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক দস্তগীর মো. আদিল, মো. সাইফুদ্দিন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম. এ মোমেনসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।