শনিবার (২৬ জুন) সকাল ১১টায় ‘বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন’-এর শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রথম সাধারণ সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ড. সাইয়েদুজ্জামান।
সভায় বিস্তারিত আলোচনা শেষে গৃহীত প্রস্তাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন একাউন্টিং ফোরামের সাথে সংযুক্ত হওয়া, দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সরকারি, বেসরকারি কলেজে হিসাববিজ্ঞানের কোর্স কারিকুলাম যুগোপযোগী করাসহ আন্তর্জাতিক সেমিনার করা, হিসাব ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে মহা-হিসাব নিয়ন্ত্রক দফতরের সাথে যুক্ত হয়ে যৌথ গবেষণা করা, বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনায় সরকারকে সহযোগিতা করা, হিসাববিজ্ঞানের সাথে সম্পর্কিত সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন, রাজস্ব সংগ্রহ ও বাজেট বাস্তবায়নে সরকারকে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, এ এফ নেসারউদ্দিন এফসিএ, অধ্যাপক ড. সুলতান আহমেদ, সামসুল আলম মল্লিক এফসিএ, সেলিম উল্লাহ বাহাদুর এফসিএ, ড. মো. সেলিম উদ্দীন এফসিএমএ, ড. অরবিন্দ সাহা, ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, মহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক এফসিএমএ, মো. কামরুল ইসলাম এফসিএ, ড. হেলাল উদ্দীন নিজামী, সেলিম রেজা এফসিএ এফসিএস, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আব্দুল আজিজ মিয়া এফসিএমএ, অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, কোয়েল চৌধুরী, মনোয়ার হোসেন এফসিএ, আবু কাওছার এফসিএ প্রমুখ।