বাস স্টপে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি

বাস স্টপে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি
ইংল্যান্ডের কেন্ট কাউন্টির এক বাস স্টপে পাওয়া গেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি। এসব নথিতে আছে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার ও সামরিক বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য।

যুদ্ধজাহাজ ডিফেন্ডার কৃষ্ণসাগরে ক্রিমিয়ার কাছ দিয়ে গেলে রাশিয়া কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে সে বিষয়টি নথিতে উল্লেখ থাকার পাশাপাশি আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর সেখানে যুক্তরাজ্যের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে বিস্তারিত পরিকল্পনারও উল্লেখ আছে নথিতে। খবর বিবিসির।

বিবিসি জানায়, মঙ্গলবার সকালের দিকে প্রায় ৫০ পাতার এই নথি কেন্ট শহরের এক বাসস্টপের পেছনে স্যাঁতস্যাঁতে একটি জায়গায় পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এই নথিপত্রের বিষয়বস্তু সংবেদনশীল বুঝতে পেরে সংবাদ সংস্থা বিবিসি-র সঙ্গে যোগাযোগ করেন।

নথিতে ইমেইল ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। এই নথি প্রতিরক্ষামন্ত্রণালয়ের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েরই হবে বলে ধারণা বিবিসি’র।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “প্রতিরক্ষা বিভাগ এই নথির বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

কৃষ্ণসাগরে ব্রিটিশ ডিফেন্ডারের মিশন নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট সংঘাত এবং বিতর্কের মধ্যে কেন্ট কাউন্টিতে মেলা নথিতে এটি স্পষ্ট হয়েছে যে, ব্রিটিশ সরকার হিসাব-নিকাশ করে ঝুঁকি নিয়েও ওই পথে গিয়েছিল, লক্ষ্য ছিল ইউক্রেইনকে সমর্থন জানানো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া