‘ছোট উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ দরকার’

‘ছোট উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ দরকার’
করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) সহায়তার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

রোববার (২৭ জুন) দেশে এই প্রথম আন্তর্জাতিক এমএসএমই দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রমুখ।

এসময় এফবিসিসিআই সভাপতি বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সরকার প্রণোদনা তহবিল দিলেও ৭৩ শতাংশ বাস্তবায়ন হয়নি। মূল কারণ হলো, আগে থেকে ব্যাংকের সঙ্গে সম্পর্ক না থাকা। তাই ছোটদের জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন। ঋণ প্রদানে ঝুঁকি থাকলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের অর্থ পরিশোধের হার খুবই ভালো।

এফবিসিসিআইয়ের সভাপতি ব্যবসার ঝুঁকি কমাতে সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে বিমার আওতায় আনার পরামর্শ দেন। তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিএমএসএমই উদ্যোক্তাদের জায়গা বরাদ্দ থাকতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, ‘অর্থনীতির প্রধান শক্তি হচ্ছে সিএমএসএমই খাত। আমরা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে চাই। ছোট উদ্যোক্তাদের অর্থায়ন করাই মূল চ্যালেঞ্জ। তেলা মাথায় তেল না দিয়ে সিএমএসএমই উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছে সরকার।’

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, ট্রেড লাইসেন্স না থাকা ও হিসাব-নিকাশ ঠিকঠাক না করায় ছোট উদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে সমস্যায় পড়েছেন। এ জন্য তাঁদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান ও রেজমিন হাফিজ এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রতিবছর বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা প্রয়োজন।

আরও বক্তব্য দেন ইউএনআইডিওর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভেন বার্কেল রেনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, চেয়ারপারসন মো. মাসুদুর রহমান প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ