মঙ্গলবার (২৯ জুন) পরিচালনা পর্ষদের ভার্চুয়ালি সভায় তাকে চেয়ারম্যান মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটে, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, রূপালী ব্যাংক লিমিটেড, সিডিবিএলের মনোনীত পরিচালকবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেড চলতি বছরের ১১ মার্চ যৌথ মূলধনী কোম্পানিসমূহ ও ফার্মস অধিদপ্তরে নিবন্ধিত হয়। এটি বাংলাদেশ সরকার, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।