মঙ্গলবার (২৯ জুন) জরুরি বৈঠকে বসেন তারা।
এদিনের বৈঠকে কিভাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতীয় বাহিনীকে আরও আধুনিক করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার মধ্যরাতে কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক তৈরি হয়। তার পরেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে দিল্লি।
সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে কাশ্মীরে পুলিশ ও সামরিক বাহিনীতে স্থানীয়দের আরও অধিক সংখ্যায় নিয়োগ দেওয়া যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।
জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিংহ জানিয়েছিলেন, এই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত থাকতে পারে। তবে ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যের মর্যাদা বাতিল করে কাশ্মীরকে টুকরো টুকরো করে দেওয়ার পর থেকে সেখানে সহিংসতা অনেকটাই কমেছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার।- আনন্দবাজার