কাশ্মীরে ড্রোন হামলা: জরুরি বৈঠকে মোদি

কাশ্মীরে ড্রোন হামলা: জরুরি বৈঠকে মোদি
কাশ্মীরে ড্রোন হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে এ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৯ জুন) জরুরি বৈঠকে বসেন তারা।

এদিনের বৈঠকে কিভাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতীয় বাহিনীকে আরও আধুনিক করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

শনিবার মধ্যরাতে কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক তৈরি হয়। তার পরেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে দিল্লি।

সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে কাশ্মীরে পুলিশ ও সামরিক বাহিনীতে স্থানীয়দের আরও অধিক সংখ্যায় নিয়োগ দেওয়া যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিংহ জানিয়েছিলেন, এই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত থাকতে পারে। তবে ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যের মর্যাদা বাতিল করে কাশ্মীরকে টুকরো টুকরো করে দেওয়ার পর থেকে সেখানে সহিংসতা অনেকটাই কমেছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার।- আনন্দবাজার

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া