ইসলামী ব্যাংকে চালু হলো স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

ইসলামী ব্যাংকে চালু হলো স্বয়ংক্রিয় ট্রেজারি চালান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এখন থেকে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে।

বুধবার (৩০ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এ সেবার উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র আইটি কনসালট্যান্ট মো. শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ. এ. এম. হাবীবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বর্তমানে ঢাকার ২০টি শাখায় এবং পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে এ সেবা পাওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন