প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ সংক্রান্ত নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২ জুন জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট জেলা প্রশাসককে এ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে এ আসনের উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।