শর্ত সাপেক্ষে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করছে কানাডা

শর্ত সাপেক্ষে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করছে কানাডা
আগামী ৫ জুলাই থেকে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করছে কানাডা। কানাডার চিকিৎসা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা, সরকারী স্বাস্থ্য সেবা সংস্থা পাবলিক হেলথ কানাডা এবং দেশটির কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) ৩ জুলাই টুইটবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

সিবিএসএ-এর টুইটবার্তায় জানা গেছে- কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা, তাদের নিকটতম পরিবারের সদস্য, বৈধ অনুমোদনপ্রাপ্ত শিক্ষার্থী, এবং কাজ করার অনুমোদনপত্রের মেয়াদ আছে- এমন অস্থায়ী কর্মীরা আগামী ৫ জুলাই থেকে কানাডায় প্রবেশ করতে পারবেন, তবে এক্ষেত্রে তাদের কিছু শর্ত বা নিয়ম পালন করতে হবে।

যেসব নিয়ম তাদের মানতে হবে সেগুলো হলো- কানাডার উদ্দেশে ফ্লাইটে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করতে হবে যাত্রীদের। দেশটিতে প্রবেশের পরপরই ফের করোনা টেস্ট করতে হবে।

সেই টেস্টের রিপোর্ট আসবে তিন দিন পর। এই তিন দিন সরকারের অনুমোদিত কোনো হোটেলে কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে হবে যাত্রীদের।

কানাডার চিকিৎসা বিষয়ক সরকারী নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা দেশটির গণটিকাদান কর্মসূচির জন্য ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড এবং জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার অনুমোদন দিয়েছে।

কানাডায় প্রবেশ করা যাত্রীদের মধ্যে যারা এই টিকাসমূহের কোনো একটি নিয়েছেন- তাদেরকে ‘টিকা নেওয়া’ বা ভ্যাকসিনেটেড বলে গণ্য করা হবে। করোনা টেস্ট রিপোর্ট ‘পজিটিভ’ না এলে ভ্যাকসিনেটেড যাত্রীদের কোয়ারেন্টাইনের সময়সীমা তিন দিনেই শেষ হবে।

অন্যদিকে, যারা টিকা নেননি কিংবা হেলথ কানাডা এখনও অনুমোদন দেয়নি- এমন কোনো টিকা নিয়েছেন, তাদরকে প্রথম টেস্টের ৫ দিন পর দ্বিতীয় দফায় টেস্ট করাতে হবে। পাশাপাশি ২ সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রযোজ্য করা হয়েছে তাদের জন্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া