রোববার (৪ জুলাই) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে তারা টিকা গ্রহণ করেন।
এ নিয়ে দেশে ফাইজারের টিকার প্রথম ডোজ নিলেন ১ হাজার ২৬০ জন। মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৯ হাজার ২৬০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৭ হাজার ৯৮৬ জন।
এদিকে, বেতার ভবনের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৮০৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়। বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪ হাজার ১০৭ জন রোগী। অন্যদিকে করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৮২০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫২৮ জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন।