সোমবার (৫ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরের ১৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের গ্রিন রোড ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি ভবন পরিদর্শন করে দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। অভিযানকালে কোনো বাড়িতেই লার্ভা পাওয়া যায়নি। তবে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দুই মামলায় দুটি নির্মাণাধীন ভবনের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।