সংযুক্ত আরব আমিরাত করোনার সংক্রমণ ঠেকাতে চারটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল। দেশটি ১৫ দশমিক ৫ মিলিয়ন ডোজ নাগরিকদের দিয়ে বিশ্বব্যাপী সর্বাধিক ভ্যাকসিন প্রদানকারী দেশ হয়ে উঠেছে।
আমিরাতে অনুমোদিত ভ্যাকসিনগুলো হলো- সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক ভি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।
এদিকে এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ বিন নাসের আল ওবাইস বলেছেন, মহামারি মোকাবিলায় দেশে সাফল্যের রেকর্ড হয়েছে। এটিকে আমিরাতের ভ্যাকসিন কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আমিরাতে করোনাভাইরাসে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪১ হাজার ৪৯ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ১৯ হাজার ২৯৪ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার আটশ ৪৯ জনের।