নির্বাচন কমিশনের ১২০ কর্মকর্তা করোনা আক্রান্ত

নির্বাচন কমিশনের ১২০ কর্মকর্তা করোনা আক্রান্ত
দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত নির্বাচন কমিশনের ১২০ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করেনায় আক্রান্ত হয়ে একজন জেলা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তা মারা গেছেন বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর।

বুধবার (৭ জুলাই) ইসি সচিব এর সভাপতিত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

ইসি সচিব জানান, করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সরকারের কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকলেও জনগণের স্বার্থে আমরা এনআইডির কার্যক্রম চালু রেখেছি।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, নাগরিকদের বিদেশযাত্রা, টিকা দেওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি প্রভৃতি জরুরি কারণে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এনআইডির যেসব সেবা অপরিহার্য, সেগুলোই দেওয়া হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১২০ জন কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফরিদপুর অঞ্চলে সাতজন, বরিশাল অঞ্চলে ২২ জন, খুলনা অঞ্চলে ছয়জন, ঢাকা অঞ্চলে দুজন, ময়মনসিংহ অঞ্চলে ২০ জন, কুমিল্লা অঞ্চলে আটজন, সিলেট অঞ্চলে আটজন, রাজশাহী অঞ্চলে ৩৩ জন ও রংপুর অঞ্চলে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু