দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ
দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে আরব আমিরশাহির দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে এই অগ্নিকাণ্ড ঘটে। নোঙর থাকা একটি মালবাহী জাহাজে আগুন লেগে যায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় গোটা শহর জুড়ে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। আগুনের নিয়ন্ত্রণে আনতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে যারা কর্মরত ছিলেন, তারা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু থেকে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ ঘটনাটিকে কিছুটা ছোটভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তাদের মতে, ঘটনার তদন্ত হচ্ছে। এমন দুর্ঘটনা বিশ্বের যেকোনো স্থানে হতে পারে।

দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর জলের বন্দর। মূলত দুবাইয়ের লাইফলাইন এই বন্দর। যে জাহাজটিতে আগুন লাগে, সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশেন ট্রেডার নামে জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। দুর্ঘটনার কারণে যেন বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধা না আসে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।- হিন্দুস্তান টাইমস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না