অলিম্পিক শুরুর আগে টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

অলিম্পিক শুরুর আগে টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে জাপানের রাজধানী টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ইওশিহিদে ‍সুগা বলেছেন, আগামী ২২ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এই ঘোষণা এমন সময় এলো যখন টোকিওতে অলিম্পিক গেমস শুরু হবে। আগামী ২৩ জুলাই অলিম্পিক শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আয়োজকরা অলিম্পিকে দর্শকের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন।

গত বছরই জাপানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে যায়। এই বছরও অনেকে অলিম্পিক আয়োজনের বিপক্ষে। অলিম্পিক পেছানোর বা বাতিল করার পক্ষেও মত দিয়েছেন অনেকে।

ইওশিহিদে সুগা বলেছেন, ‘আমাদের করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় নিতে হবে। ভাইরাস যেন আবার বিস্তৃত হতে না পারে তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। করোনা রোধে আমাদের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।’

অলিম্পিক আয়োজকরা ইতোমধ্যে বিদেশি দর্শকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। জাপানের স্থানীয় দর্শকরা যেন ৫০ শতাংশ আসনে অলিম্পিক উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নিয়েছিল অলিম্পিক কমিটি।

দর্শক প্রবেশের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ বৃহস্পতিবার টোকিওতে পৌঁছেছেন। তিনি মিটিংয়ে সভাপতিত্ব করবেন।

জরুরি অবস্থার মধ্যে বার ও রেস্টুরেন্টে অ্যালকোহল বিক্রি করা যাবে না। দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া