ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ল টেলিনর

ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ল টেলিনর
অভ্যুত্থানের পর শুরু বিক্ষোভ দমনে জান্তা সরকার বারবার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় লোকসান ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে নরওয়ের বহুজাতিক টেলিকম কোম্পানি টেলিনর মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রি করেছে।

রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের বিনিয়োগ সংস্থা এমআই গ্রুপের কাছে ১০৫ মিলিয়ন মার্কিন ডলারে মিয়ানমারে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বিক্রি করেছে মিয়ানমারে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী টেলিনর।

ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার জন্য দেশটির সামরিক জান্তা সরকারের অধীনে কার্যক্রম পরিচালনায় জটিলতার ওপর দায় চাপিয়েছে টেলিনর। সামরিক জান্তা কর্তৃপক্ষের চাপের কারণে ভবিষ্যত নিয়ে সংকটের শঙ্কায় কোম্পানিটি মিয়ানমার ছাড়ল।

দশকের পর দশক ধরে সামরিক স্বৈরশাসকের অধীন থেকে মুক্ত হওয়ার পর অল্প হলেও যেসব পশ্চিমা কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করে তার একটি টেলিনর। অবশ্য গত বছর এই কোম্পানির মোট আয়ের ৭ শতাংশই এসেছিল মিয়ানমার থেকে।

টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা সিগভে ব্রেকেক বলেন, ‌‘সেখানে আমাদের ব্যবসা বিক্রি জরুরি হওয়ার তিনটি কারণ রয়েছে। প্রথমত আমাদের কর্মীদের নিরাপত্তা, দ্বিতীয়ত নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শর্ত, তৃতীয়ত কমপ্লায়েন্স বাস্তবায়ন আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।’

কোম্পানিটির প্রধান নির্বাহী রয়টার্সকে আরও বলেন, ‌‘গত মে মাসে আমরা যখন লোকসানের বিষয়টি জানিয়েছিলাম, তখনও আমাদের মনে হয়েছিল আমরা দেশটিতে ব্যবসা করতে পারবো। যদিও তা ছিল চ্যালেঞ্জিং। কিন্তু তারপর পরিস্থিতি আরও খারাপ হলো।’

অভ্যুত্থানের মাধ্যমে গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটিতে বিক্ষোভ শুরু হলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় গত মে মাসে ৭৩৮ মিলিয়ন ডলার লোকসান করে টেলিনর।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে এখন পর্যন্ত ৮৮০ জনের প্রাণহানি হয়েছে। অন্তত ৫ হাজার ২০০ জন গ্রেফতার হয়েছে। এছাড়া সংঘাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না