সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯৮ শতাংশ, আমান ফিডের ২৪.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪.১৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২১.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯.৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৫৬ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।