করোনা পরিস্থিতিতে পতন এশিয়ার শেয়ারবাজারে

করোনা পরিস্থিতিতে পতন এশিয়ার শেয়ারবাজারে
এশিয়া অঞ্চলে খারাপ হচ্ছে করোনা সংক্রমণ পরিস্থিতি। যার নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। শুক্রবার (৯ জুলাই) বেশির ভাগ পুঁজিবাজারেই সূচক কমেছে।

জাপানের পুঁজিবাজারের নিকেই সূচক কমেছে ১ দশমিক ৭ শতাংশ। টোকিও পুঁজিবাজারের টপিক্স সূচক কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। দেশটিতে কোভিড-১৯–এর ক্রমবর্ধমান সংক্রমণের কারণে গতকাল বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান সরকার। এ অবস্থায় টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। জরুরি অবস্থা আগামী ২২ আগস্ট অবধি চলবে।

দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমেছে ১ দশমিক ৫২ শতাংশ। স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আজ থেকে সিওলের ৪ স্তরের কঠোর সামাজিক দূরত্বের নিয়ম স্থাপন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধান সূচকও কমেছে। এএসএক্স ২০০ সূচকটি কমেছে ১ দশমিক ২৯ শতাংশ। এটির ক্ষেত্রেও মূল প্রভাব করোনা। সিডনি কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে ঘোষণা করে যে কোভিড-১৯ নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হবে।

চীনের পুঁজিবাজারও ছিল আজ পতনের ধারায়। সাংহাই কম্পোজিট সূচক কমেছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। শেনজেং কম্পোনেন্ট কমেছে ১ দশমিক শূন্য ২৯ শতাংশ। তবে বেড়েছে হংকংয়ের হ্যাংসেং সূচক। এই সূচকটি বেড়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের জিনজিয়ানে মানবাধিকার লঙ্ঘন ও হাইটেক নজরদারি করার অভিযোগে মার্কিন বাইডেন প্রশাসন তার অর্থনৈতিক কালো তালিকায় আরও বেশি চীনা সংস্থাগুলো যুক্ত করবে। এই সংবাদ আগামী দিনের লেনদেনে শেয়ারবাজারকে প্রভাবিত করবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না