বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক পিটার ডি হাস। শুক্রবার বাংলাদেশ ছাড়াও আরও চারটি দেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস। হোয়াইট হাউজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র, সিএনবিসি।

পিটার হাস একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। ফরাসি ও জার্মান ভাষায় অভিজ্ঞ তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইকোনোমিক অ্যাফেয়ার্স ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর আগে তিনি ট্রেড পলিসি ও নেগোসিয়েশনে উপ-সহকারী সচিব হিসেবে কাজ করেছেন।

চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার হাসের। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠনে (ওইসিডি) যুক্তরাষ্ট্রের মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি।

ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের প্রধান ছিলেন পিটার হাস। ইন্দোনেশিয়ার জাকার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ইকোনোমিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া লন্ডন, রাবাত, ওয়াশিংটন, পোর্ট অব প্রিন্স ও বার্লিনে কূটনৈতিক বিভিন্ন পদে কাজ করেছেন তিনি।

জো বাইডেনের মনোনীত অন্য তিনজনের মধ্যে ডেনিস ক্যাম্পবেল বাউয়ের ফ্রান্স ও মোনাকোতে রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন। এর আগে তিনি বারাক ওবামার শাসনামলে বেলজিয়ামে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না