তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা দ্বৈরথের ইতিহাসে নতুন এক পাতা যোগ হতে যাচ্ছে কাল, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। বি গ্রুপ থেকে নকআউটে এসে ব্রাজিল টানা দুটো ১-০ গোলের জয় তুলে নিয়েছে চিলি আর পেরুর বিপক্ষে, তাতেই পৌঁছে গেছে ফাইনালে। আর আর্জেন্টিনাও হয়েছে গ্রুপসেরা, এরপর নকআউটে প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারালেও পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জিততে হয়েছে টাইব্রেকারে। এরই ফলে ফাইনালে দেখা মিলছে ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বৈরথের।
কোপা আমেরিকার এই ফাইনাল কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-
তারিখ- ১১ জুলাই, রোববার। সময়- সকাল ৬টা (বাংলাদেশ সময়)
ভেন্যু- এস্তাদিও দে মারাকানা
টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি সিক্স, সনি টেন ২।
অনলাইনে দেখবেন যেভাবে- টফি ও বঙ্গবিডি অ্যাপ।
(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)