সোমবার (১২ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের মুস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আবুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা বেগম (২৩) এবং জামালপুর সদরের চাঁন মিয়া (৬৫)।
এ ছাড়া এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরে জলিল মিয়া (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল ইসলাম (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান ( ৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনার আব্দুর রহমান (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪২১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।