মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন তিনি বলেছেন, আয়ারল্যান্ডভিত্তিক প্রযুক্তিপণ্য উৎপাদন প্রতিষ্ঠান মেডট্রোনিকের সহযোগিতায় দেশেই ভেন্টিলেটর উৎপাদন করা হবে।
পলক বলেন, বিশ্বখ্যাত মেডিকেল প্রযুক্তিপণ্য উৎপাদক কোম্পানি মেডট্রোনিক ভেন্টিলেটর বানানোর সফটওয়ার ও হার্ডওয়ারের সোর্স কোড, ডিজাইনসহ পেটেন্ট তথ্য-প্রযুক্তি বিভাগের আরএনডি টিমকে দিয়েছে। মেডট্রোনিক বাংলাদেশকে শুধু পেটেন্ট নয়, তাদের গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে সব রকম সহায়তার হাত বাড়িয়েছে। মেডট্রোনিকের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাড়তি এই সহযোগিতা মিলছে।
প্রতিমন্ত্রী জানান, ভেন্টিলেটর বানানোর এই উদ্যোগে ওয়ালটন, মাইওয়ান, সেলট্রন, এটুআই ইনোভেশন ল্যাব, এমআইএসটি, মিনিস্টার, স্টার্টআপ বাংলাদেশ ও আইডিয়াকে প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছে।
এদিকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডট্রোনিক তাদের Puritan Bennett™ 560 (PB 560) ভেন্টিলেটর তৈরির নকশা উন্মুক্ত করে।
তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে পৃথিবীব্যাপী ভেন্টিলেটরের উত্পাদন বাড়াতে তারা এই উদ্যোগ নিয়েছে।