করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৬ জনের মৃত্যু

করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনার সংক্রমণ ও উপসর্গে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭৬ জন ও সুস্থ হয়েছেন আরও ১০২ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত হলেন বগুড়া সদরের আমজাদ হোসেন (৮৫) ও আব্দুল হামিদ (৯০) এবং শাজাহানপুরের খোরশেদ আলম (৫৪)। এছাড়া বাকি তিনজনের নাম-ঠিকানা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য দফতর। উপসর্গে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল দশজনের মৃত্যু হয়।

ডা. সাজ্জাদ বলেন, ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪ নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ৮২ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ২০৩ নমুনার মধ্যে ৭৭ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ।

ডা. সাজ্জাদ-উল-হক বলেন, এদের মধ্যে সদরের ১০৩, শেরপুরের ১৮, গাবতলীতে ৩, শিবগঞ্জে ২, ধুনটে ৬, শাজাহানপুরে ৩, নন্দীগ্রামে ৫, দুপচাঁচিয়ায় ৯, সারিয়াকান্দি ১০, কাহালুতে ১৩ এবং সোনাতলায় ৪ জন রয়েছেন।

এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১০২ জন। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ৪ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট