সদস্য সচিব ইঞ্জিনিয়ার নেছার রেজা খান এবং প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোহাম্মদ আলীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব রফিকুল আমিন, প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, ভাইস কনসাল মোজাফ্ফর হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইয়াকুব সুনিক, কমিউনিটি নেতা সিআইপি মোহাম্মদ শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাহবুবুল আলম মানিক। এছাড়া আলহাজ্ব জাওয়াদুর রহমান, আবদুল আলীম, প্রকৌশলী জিল্লুর রহমান, আলহাজ্ব মোজাহের উল্লাহ মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার করিম, মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাজী শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আনসার আহমেদ, রাশেদুল আলম দুলাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সহ-সভাপতি কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরো।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, দুবাই সমিতির জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন আপনারা। সব কৃতজ্ঞতা আপনাদের। আমরা শুধুমাত্র আপনাদের পেছন থেকে দেখিয়ে দিয়েছি, আমি মনে করি আপনারা সব অভিজ্ঞ মানুষ আগামীতে প্রতিষ্ঠানটি সুন্দর ও সফলভাবে চালিয়ে নিতে পারবেন।
পরে কনসাল জেনারেলের উপস্থিতিতে কেক কেটে সমিতির আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন অতিথি ও নেতাকর্মীরা।