বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ইসলাম গার্মেন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন-অর-রশিদ।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
মামুন-অর-রশিদ বলেন, আগুনে কারখানার কোণ সেকশনে থাকা কোণ, কোণে প্যাঁচানো সুতা ও মেশিন পুড়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পরে জানা যাবে।