শনিবার (১৭ জুলাই) প্রথম খাবারের চালান পৌঁছে দেয়া হয়। আগামী ১০ মাস কোভিড ও লকডাউন পরিস্থিতির শিকার মানুষদের খাদ্য সহায়তায় মেহমানখানা-তে তার মাসিক রশদ সরবরাহ করবে ব্র্যাক ব্যাংক।
'মেহমানখানা' নামে পরিচিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ঢাকার লালমাটিয়া আবাসিক এলাকায় দ্বারা পরিচালিত হয়। ২০২০ সালের রমজান মাসে স্বল্প আয়ের মানুষদের খাওয়ানো দিয়ে তাদের যাত্রা শুরু হয়।
মেহমানখানা'র স্বেচ্ছাসেবীরা বর্তমানে প্রতিদিন প্রায় ২ হাজার লোকের খাবার যোগান দেন। এছাড়াও যেসকল মধ্যবিত্ত পরিবার কোভিড এবং লকডাউন পরিস্থিতির কারণে তাদের আয়ের উৎস হারিয়েছেন এবং খাবারের জন্য বাইরে সারি করে দাঁড়াতে সংকোচ বোধ করেন, তাদের জন্য ৪০০-এরও বেশি খাবারের প্যাকেট পাঠিয়ে থাকেন।
মেহমানখানার নেতৃত্ব দেয়া থিয়েটার কর্মী লিজা আসমা আক্তার বলেন, "এটি পুরোপুরি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি সংস্থা। আমরা অনাথ শিশু, রিকশা চালক, রাস্তার বিক্রেতাদের এবং সমাজের প্রান্তিক ব্যক্তিদের জন্য খাবার সরবরাহ করতে চাই"।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "আমরা মেহমানখানার এই চমৎকার মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত"।
তিনি বলেন, "ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ যেন সমাজে কেউ পেছনে পড়ে না থাকে। মেহমানখানা'র আদর্শ আমাদের মূল্যবোধের সাথে যথেষ্ট সংগতিপূর্ণ"।