দুবাই ফিনান্সিয়াল মার্কেটে লেনদেন শুরু রোববার

দুবাই ফিনান্সিয়াল মার্কেটে লেনদেন শুরু রোববার
ঈদুল আজহা উপলক্ষে গতকাল সোমবার (১৯ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত ছুটি থাকায় ছয়দিন বন্ধ থাকবে দুবাই ফিনান্সিয়াল মার্কেটের (ডিএফএম) লেনদেন। ডিএফএম প্রথম আর্থিক বাজার হিসেবে মধ্য প্রাচ্যে আইপিওর মাধ্যমে শেয়ার সরবরাহ করেছিল। ডিএফএম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অল্প সময়ের মধ্যেই ডিএফএম দ্রুত একটি শীর্ষস্থানীয় আর্থিক বাজার হিসাবে বিকশিত হয়েছে। এর চলমান প্রচেষ্টা এবং কৌশলগত উদ্যোগ দুবাইকে বিশ্বের এই অঞ্চলে শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসাবে আরও শক্তিশালী করেছে। একটি শক্তিশালী মূলধন বাজারের কেন্দ্র হিসাবে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হয়েছে এ ফিন্যান্সিয়াল মার্কেট।

এছাড়া আরও জানা যায়, ডিএফএম জনসাধারণের শেয়ারহোল্ডিং কোম্পানিগুলোর মাধ্যমে দেওয়া সিকিওরিটি, ফেডারেল বা স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত বন্ড, স্থানীয় পাবলিক প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ডিএফএম অনুমোদিত অন্যান্য স্থানীয় বা বিদেশী আর্থিক খাত ব্যবসায়ের জন্য গৌণ বাজার হিসাবে কাজ করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না