ভারতে একদিনে করোনা আক্রান্ত ৪৩৭, মৃত্যু ছয়জনের

ভারতে একদিনে করোনা আক্রান্ত ৪৩৭, মৃত্যু ছয়জনের
ভারতে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন সেখানে মারা গেছেন অন্তত ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১। আনন্দবাজার পত্রিকা ।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৪। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৩ জন।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র, ৩০২ জন। দ্বিতীয় কেরালায় আক্রান্তের সংখ্যা ২৪১। এরপর রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (২৩৪), দিল্লি (১৫২) ও উত্তর প্রদেশ (১০৩)।

মৃত্যুতেও শীর্ষে মহারাষ্ট্র। এপর্যন্ত রাজ্যটিতে করোনায় নয়জন মারা গেছেন। এরপর গুজরাটে মৃত্যু ছয়জনের। কর্ণাটক, মধ্য প্রদেশ, পঞ্জাব ও তেলঙ্গানায় মারা গেছেন তিনজন করে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার পশ্চিমবঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জন। সেখানে মারা গেছেন দু’জন। এছাড়া, হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না