করোনায় ভারতে মৃত্যু ৫০; আক্রান্ত ২ হাজার

করোনায় ভারতে মৃত্যু ৫০; আক্রান্ত ২ হাজার
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন। আক্রান্ত হয়েছেন মোট ১৯৬৫ জন।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বুধবার রাত পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮৩৪ জন।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, আক্রান্তের সংখ্যা এখন ১৯৬৫ জন। অর্থাৎ ১৩১ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। এদিন আরও ৯ জনের মৃত্যুও হয়েছে। ফলে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ১৩ জনের।

দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। সেখানে ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরে যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৩৪), দিল্লি (১৫২), উত্তরপ্রদেশ (১১৩)-এর মতো রাজ্য। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৭।

পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়ে উঠেছেন ছ’জন।

এদিক, মুম্বাইয়ের ধারাভি বস্তিতে এক করোনা আক্রান্তের মৃত্যু উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তিনি যে বাড়িতে থাকতেন, তা সিল করে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সাতজনকে কোয়রেন্টিনে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দিল্লির নিজামউদ্দিনের তাবলিগ জামাতে যোগদানকারীদের নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়