বিধিনিষেধের ৮ম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৮১

বিধিনিষেধের ৮ম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৮১
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে চলমান কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে শুক্রবার (৩০ জুলাই) নিয়ম ভাঙায় ৩৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১০৮ জনকে জরিমানা করা হয়েছে ৬৭ হাজার ৯৪০ টাকা।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৩৮১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৮ জনকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়িকে ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে বৃহস্পতিবার (২৯ জুলাই) ৫৬৮ জনকে গ্রেফতার করে ডিএমপি। এ সময় ২০৬ জনকে জরিমানা করা হয় ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এছাড়া ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

প্রথম দিন বিধিনিষেধের নিয়ম ভাঙায় ৪০৩ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৩৮৩ জনকে গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু