ইউরোপে টিকার দাম বাড়াল ফাইজার-মডার্না

ইউরোপে টিকার দাম বাড়াল ফাইজার-মডার্না
ইউরোপে সাম্প্রতিক সরবরাহ চুক্তিতে ফাইজার এবং মডার্না তাদের করোনাভাইরাসের টিকার দাম বৃদ্ধি করেছে। রোববার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে টিকার দাম বৃদ্ধির এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপের সঙ্গে ফাইজার এবং মডার্নার সাম্প্রতিক টিকা সরবরাহের নথি দেখতে পেয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই দৈনিক বলেছে, নতুন চুক্তি অনুযায়ী প্রতি ডোজ ভ্যাকসিন ১৯ দশমিক ৫০ ইউরোতে (বাংলাদেশি প্রায় এক হাজার ৯৬৪ টাকা) ইউরোপের কাছে বিক্রি করছে ফাইজার। যা আগে সাড়ে ১৫ ইউরোতে ইউরোপের কাছে বিক্রি করা হতো।

এছাড়া নতুন চুক্তি অনুযায়ী, মডার্নার টিকার প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ২৫ ডলার। কিন্তু আগের চুক্তিতে মডার্না ইউরোপের কাছে প্রতি ডোজ টিকা ১৯ ডলারে বিক্রি করেছিল। অর্ডার বৃদ্ধি পাওয়ায় টিকার প্রতি ডোজের এই দাম সাড়ে ২৮ ডলার করার কথা ছিল বলে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার ইউরোপীয় কমিশন জানায়, গ্রীষ্মের শেষের আগেই ইউরোপের প্রাপ্ত বয়স্ক কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে টিকার সম্পূর্ণ ডোজ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, বিশ্বের চার ওষুধপ্রস্তুতকারকের কাছ থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার ১০০ কোটিরও বেশি ডোজ পাওয়ার প্রত্যাশা করছে তারা।

তবে টিকার এই দাম বৃদ্ধির ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফাইজার এবং মডার্না কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না