ইউরোপে টিকার দাম বাড়াল ফাইজার-মডার্না

ইউরোপে টিকার দাম বাড়াল ফাইজার-মডার্না
ইউরোপে সাম্প্রতিক সরবরাহ চুক্তিতে ফাইজার এবং মডার্না তাদের করোনাভাইরাসের টিকার দাম বৃদ্ধি করেছে। রোববার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে টিকার দাম বৃদ্ধির এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপের সঙ্গে ফাইজার এবং মডার্নার সাম্প্রতিক টিকা সরবরাহের নথি দেখতে পেয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই দৈনিক বলেছে, নতুন চুক্তি অনুযায়ী প্রতি ডোজ ভ্যাকসিন ১৯ দশমিক ৫০ ইউরোতে (বাংলাদেশি প্রায় এক হাজার ৯৬৪ টাকা) ইউরোপের কাছে বিক্রি করছে ফাইজার। যা আগে সাড়ে ১৫ ইউরোতে ইউরোপের কাছে বিক্রি করা হতো।

এছাড়া নতুন চুক্তি অনুযায়ী, মডার্নার টিকার প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ২৫ ডলার। কিন্তু আগের চুক্তিতে মডার্না ইউরোপের কাছে প্রতি ডোজ টিকা ১৯ ডলারে বিক্রি করেছিল। অর্ডার বৃদ্ধি পাওয়ায় টিকার প্রতি ডোজের এই দাম সাড়ে ২৮ ডলার করার কথা ছিল বলে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার ইউরোপীয় কমিশন জানায়, গ্রীষ্মের শেষের আগেই ইউরোপের প্রাপ্ত বয়স্ক কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে টিকার সম্পূর্ণ ডোজ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, বিশ্বের চার ওষুধপ্রস্তুতকারকের কাছ থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার ১০০ কোটিরও বেশি ডোজ পাওয়ার প্রত্যাশা করছে তারা।

তবে টিকার এই দাম বৃদ্ধির ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফাইজার এবং মডার্না কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া