8194460 অফিসে যাওয়ার পথে বিড়ম্বনার শিকার ব্যাংকার - OrthosSongbad Archive

অফিসে যাওয়ার পথে বিড়ম্বনার শিকার ব্যাংকার

অফিসে যাওয়ার পথে বিড়ম্বনার শিকার ব্যাংকার
করোনাভাইরাস রোধে বাংলাদেশে বন্ধ রয়েছে অফিস আদালত। সরকার ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করেছে। এমন পরিস্থিতিতেও সকাল ১০টা-বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঝুঁকি নিয়েও ব্যাংকারদের অফিস করতে হচ্ছে। অফিস যাওয়া-আসার পথে তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। রাস্তায় বাধার মুখে পড়ছে আইনশৃঙ্খলাবাহিনীর।

শুক্রবার এক ব্যাংকার এমনই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অফিস যাওয়ার পথে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে কেঁদে ফেলেন এক নারী ব্যাংকার। পুলিশের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা যেমন জনগণের সেবা করছেন। তেমনি আমরাও গ্রাহককে সেবা দিচ্ছি। গ্রাহকদের সুবিধার্থে সীমিত পর্যায়ে ব্যাংক খোলা রাখার ব্যাপারে সরকারি প্রজ্ঞাপনের কথা আপনারা কি জানেন না? করোনা সংক্রমণের ঝুঁকি জেনেও তো সন্তানদের রেখে কর্মস্থলে যেতে হচ্ছে।' ভিডিওটিতে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলতে দেখা যায়।

ছুটির মধ্যে এভাবে অফিস করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে ব্যাংককর্মীদের। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অনেকের। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক খোলা রাখার নির্দেশনা যায়নি বলেও সন্দেহ অনেক ব্যাংকারের। ফলে মাঠ পর্যায়ে কাজ করা আইন-শৃংঙ্খলাবা বাহিনীর কর্মীরা ব্যাংকারদের বিষয়ে কিছুই জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের কাছে ব্যাংক খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

এ বিষয়ে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংক খোলা থাকার বিষয়টি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে গোটা দেশে জানিয়ে দেয় তাহলে আর সমস্যা হবে না। আবার সংবাদপত্র বা অন্যান্য গণমাধ্যমের মাধ্যমেও বিষয়টি প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ