ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্টের এক কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার বিকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান।

তবে আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন জানিয়ে এম শামসুর রহমান বলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি গত ২৬ মার্চ শেষ অফিস করেছেন। ওই রাতে তিনি মোবাইলফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষা করে উনি ‘কোভিড ১৯’ এ আক্রান্ত বলে শনাক্ত হন।

টেলিভিশনটির ওই কর্মকর্তা আরও জানান, ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো