ওবামার জন্মদিনের অনুষ্ঠান ‘সীমিত পরিসরে’

ওবামার জন্মদিনের অনুষ্ঠান ‘সীমিত পরিসরে’
ষাট বছরে পা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ উপলক্ষে ম্যাসাচুসেটসের মার্থার ভাইনইয়ার্ডে ধুমধাম করে জন্মদিন উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ ফের বেড়ে পাওয়ায় কাটছাঁট করা হয়েছে সেই আয়োজন। সপ্তাহের শেষভাগে একেবারে সীমিত পরিসরে আয়োজন করা হবে ওবামার জন্মদিনের অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

ওবামার মুখপাত্র জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার বড় পরিসরে জন্মদিন উদযাপনের কথা ছিল সাবেক প্রেসিডেন্টের। আর এই পরিকল্পনা হয়েছিল কয়েক মাস আগেই। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ওবামা দম্পতি।

বিবিসির খবর অনুসারে, ওবামার জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে শত শত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অভিনেতা জর্জ ক্লুনি, চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ, জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রের মতো খ্যাতিমান ব্যাক্তিরাও আমন্ত্রণ পেয়েছিলেন।

তবে করোনাভাইরাসের তাণ্ডবের মুখে বড় অনুষ্ঠান আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। অবশ্য অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন নিতে উৎসাহিত করেছিলেন বারাক ওবামা।

সাবেক প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া