শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০), ভালুকার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের সাদেক (৪৯), পুষ্পা (৩০), পুর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব (৬৫), টাঙ্গাইলের আব্দুল সামাদ (৬৫), সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নেত্রকোনা পুর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), সরিষাবাড়ির মহেজা বেগম (৬৫), সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০), শেরপুর সদরের ফিরুজা (৬৫)।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৫২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।