রেকর্ড গড়ে নতুন উচ্চতায় ডিএসই’র সব সূচক

রেকর্ড গড়ে নতুন উচ্চতায় ডিএসই’র সব সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সসহ বিদ্যমান তিনটি সূচকই রেকর্ড উচ্চতায় উঠে গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) এ তিন সূচকেরই বড় উত্থান হয়। তাতেই দিন শেষে রেকর্ড হয় সূচক তিনটিতে। পাশাপাশি বাজার মূলধনও আগের দিনের রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনে ৬০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৯ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৬ পয়েন্টে। এ দুটি সূচকে কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। তবে গতকাল নতুন করে এ রেকর্ডের তালিকায় ঢুকেছে শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি। এটি গতকাল এক দিনে ১৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৯ পয়েন্টে।

২০১৪ সালের ২০ জানুয়ারি সূচকটি চালুর পর এটিই ডিএসইএসের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ২৩ জানুয়ারি শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি ১ হাজার ৪৩৩ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। ডিএসইতে বর্তমানে সূচক আছে তিনটি—ডিএসইএক্স, ডিএস-৩০ ও ডিএসইএস। তিনটি সূচকেই বৃহস্পতিবার (৫ আগস্ট) রেকর্ড হয়েছে।

সূচকের পাশাপাশি বাজার মূলধনও আগের দিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে। বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে গতকাল এক দিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬৪ কোটি টাকা। গতকাল দিন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান