ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনে ৬০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৯ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৬ পয়েন্টে। এ দুটি সূচকে কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। তবে গতকাল নতুন করে এ রেকর্ডের তালিকায় ঢুকেছে শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি। এটি গতকাল এক দিনে ১৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৯ পয়েন্টে।
২০১৪ সালের ২০ জানুয়ারি সূচকটি চালুর পর এটিই ডিএসইএসের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ২৩ জানুয়ারি শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি ১ হাজার ৪৩৩ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। ডিএসইতে বর্তমানে সূচক আছে তিনটি—ডিএসইএক্স, ডিএস-৩০ ও ডিএসইএস। তিনটি সূচকেই বৃহস্পতিবার (৫ আগস্ট) রেকর্ড হয়েছে।
সূচকের পাশাপাশি বাজার মূলধনও আগের দিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে। বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে গতকাল এক দিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬৪ কোটি টাকা। গতকাল দিন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকায়।